চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বান্দরবানে আওয়ামী লীগের ইসলাম বেবীর বিজয়

বান্দরবান সংবাদদাতা

১৫ ফেব্রুয়ারি, ২০২১ | ১:১৯ পূর্বাহ্ণ

চতুর্থ ধাপে বান্দরবান পৌরসভা নির্বাচনে বেসরকারী ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ ইসলাম বেবী বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৯৫৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন বিএনপির প্রার্থী মোহাম্মদ জাবেদ রেজা তিনি পেয়েছেন ৪৫৩৩ ভৌট।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ভোটাররা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ন ভাবে ভোট প্রদান করেন। সকালে ভোটকেন্দ্র গুলোতে পুরুষের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি ছিল। তবে ইভিএম এ ভোট প্রধান নতুন হওয়ায় প্রান্তিক ভোটাররা ভোট দিতে গিয়ে বিড়ম্বনার শিকার হয়েছেন।

পৌরসভার ১৩টি ভোটকেন্দ্রে কোন ধরনের অপ্রিতিকর ঘটনার কোন খবর পাওয়া যায়নি, শান্তিপূর্ণভাবে চলে ভোটগ্রহন।

এদিকে, জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে মেয়র পদে ৫ জন। পৌর নির্বাচনে এবার মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ২৯ জন, মহিলা কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছে। জেলার ৯টি ওয়ার্ডে ১৩টি কেন্দ্রে ৮১টি বুথে এই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এবার বান্দরবান পৌরসভায় মোট ভোটার ২৯ হাজার ৭২৯জন। এর মধ্যে পুরুষ ১৬ হাজার ৬০৯ ও মহিলা ১৩ হাজার ১২০জন ভোটার।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম জানান, বান্দরবান পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন শেষ হয়েছে।

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট