চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আত্মরক্ষার কর্মশালা: ৪১৭ নারীকে সনদ তুলে দিলেন চিত্রনায়ক ফেরদৌস

নিজস্ব প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি, ২০২১ | ৬:৪৫ অপরাহ্ণ

বিভিন্ন শ্রেণি পেশার ৪১৭ জন নারীকে ‘আত্মরক্ষামূলক কর্মশালার’ সনদ তুলে দিয়েছে চিত্রনায়ক ফেরদৌস । ধর্ষণ ঠেকাতে ‘ইন্সপায়ার চট্টগ্রাম’ নামের সংগঠনের উদ্যোগে কর্মশালা শেষে  শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে এই সনদ প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে সাজ্জাত হোসেনের সভাপতিত্বে  জাওইদ আলী চৌধুরী ও ফাহমিদা আক্তারের  পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক  আমিনুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চিত্র নায়ক ফেরদৌস আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.নাজনীন চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি দিদারুল আলম, প্রাক্তন ছাত্রনেতা মাহমুদ সালাউদ্দিন চৌধুরী,যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু, অভিনেত্রী ডা. আজমেরী হক বাঁধন।

উল্লেখ্য, ৩ মাসব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষণ দিয়েছেন সাবেক আর্মি প্রশিক্ষক জয়জিৎ চৌধুরী ও ফাতেমা সুমাইয়া নাম্মী।  সপ্তাহে দুইদিন করে তিন মাস ধরে চলা এই আত্নরক্ষামূলক কর্মশালা বিনামূল্যে সম্পন্ন করেছেন ৪১৭ নারী।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট