চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পিএইচপি’র প্রোটন গাড়ি মানুষের মন জয় করেছে

নিজস্ব প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি, ২০২১ | ২:০৫ অপরাহ্ণ

পিএইচপি অটোমোবাইলস লিমিটেডের প্রোটন ব্র্যান্ডের গাড়ি দেশের মানুষের মন জয় করে চলেছে। ‘আমাদের রাস্তায় আমাদের গাড়ি’ এই স্লোগান নিয়ে দেশের শীর্ষস্থানীয় শিল্প, পিএইচপি ফ্যামিলির অঙ্গ প্রতিষ্ঠান পিএইচপি অটোমোবাইলস লিমিটেড প্রোটন ব্রান্ডের গাড়ি নয়ে যাত্রা শুরু করে। এর পর থেকে প্রোটন ব্র্যান্ডের গাড়ি দেশের রাস্তায় গর্বের সাথে চলাচল করছে। গতকাল বুধবার বন্দর নগরী চট্টগ্রামে পিএইচপি বিজনেস স্কয়ারে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডকে ৫০টি ২০২১ মডেলের প্রোটন সাগা (এমসি) গাড়ি সরবরাহ করেছে দেশীয় এই প্রতিষ্ঠান।

পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম রিংকু, আজ এক অনুষ্ঠানের মাধ্যমে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বিএম ইউসুফ আলির কাছে গাড়িগুলোর চাবি হস্তান্তর করেন। এ সময় পিএইচপি অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ উপস্থিত ছিলেন।

গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে রিংকু পিএইচপি অটোমোবাইলের ওপর আস্থা রাখার জন্য পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পিএইচপি অটোমোবাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ বলেন, আমরা দেশের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ গাড়ি সরবরাহ করছি। প্রতিনিয়ত বিভিন্ন প্রতিষ্ঠান/কোম্পানি আমাদের কাছে গাড়ির জন্য চাহিদাপত্র পাঠাচ্ছেন। দেশের তৈরি ব্র্যান্ড নিউ গাড়ি পেয়ে সকলেই খুশি।

তিনি বলেন, সাগা এম পি ২০২১ মডেলের গাড়িটিতে ৫ বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। এছাড়াও ৩৬০ ডিগ্রি সেন্সর, ব্যাক কামেরা, কম্ফোর্ট কেবিন, ৪২০ লিটার লাগেজ স্পেস, ডি আর এল এল  ই ডি রয়েছে। অত্যাধুনিক ব্র্যাকিং সিস্টেমের সংযুক্তির কারণে গাড়িটি আরও নিরাপদ এবং আরামদায়ক হয়েছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত আলি, মোস্তাফা হেলার কাবির, আলিমগির ফিরোজ রানা, পিএইচপি অটোমোবাইলসের নির্বাহী পরিচালক মোহাম্মদ তাসির করিম, হেড অফ সেলস মোহাম্মদ আরিফ উল্লাহসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।-বিজ্ঞপ্তি

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট