চট্টগ্রাম মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে গণপূর্ত কার্যালয়ে তাণ্ডব চালিয়ে গ্রেপ্তার কথিত যুবলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক

৯ ফেব্রুয়ারি, ২০২১ | ১:২৪ অপরাহ্ণ

চট্টগ্রামে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগে এসএম পারভেজ (৩২) নামের এক কথিত যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় আগ্রাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পারভেজ আগ্রাবাদ সিজিএস কলোনির আবুল কাশেমের ছেলে। তবে তিনি মহানগর আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন বাচ্চুর অনুসারী হিসেবে নিজেকে পরিচয় দেন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। তিনি পূর্বকোণকে বলেন, ‘আগ্রাবাদে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে ঢুকে ঠিকাদারকে মারধর ও একজন প্রকৌশলীকে হুমকি দেওয়ার ঘটনায় পারভেজ নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পারভেজ তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি মহসীন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট