চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

আবাসিক হল খুলে দেয়ার দাবিতে মানববন্ধনে চবি শিক্ষার্থীরা

চবি সংবাদদাতা

৮ ফেব্রুয়ারি, ২০২১ | ৪:২৩ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা পাঁচ দফা দাবিতে প্রক্টর বরাবর স্মারকলিপিও দেন।

সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- সীমিত পরিসরে হল খুলে দিয়ে শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করা, কটেজ মালিকদের অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে প্রশাসনের পদক্ষেপ এবং ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা।

শিক্ষার্থীরা বলছে, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা। বেশিরভাগ মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শিক্ষার্থীর জন্য শহরে থাকার জায়গা ব্যবস্থা করা দুরূহ। বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য রীতিমত একটি ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে হল খুলে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট