চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জেনারেল হাসপাতালে টিকা নিলেন ৪০ সম্মুখযোদ্ধা

নিজস্ব প্রতিবেদক

৮ ফেব্রুয়ারি, ২০২১ | ১২:০৮ পূর্বাহ্ণ

নগরীর জেনারেল হাসপাতালে করোনার ভ্যাকসিন গ্রহণ করলেন চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্য বিভাগের ৪০ সম্মুখযোদ্ধা। রবিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪০ মিনিটে হাসপাতালে স্থাপিত দুই বুথে টিকা কার্যক্রম শুরু হয়।

টিকা কার্যক্রম শুরু হওয়ার আগে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এর উদ্বোধন করেন। এ সময় বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির ও সিভিল সার্জন ও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি উপস্থিত ছিলেন।

প্রথম দিনে টিকা গ্রহণকরা ৪০ সম্মুখসারির যোদ্ধার মধ্যে ২০ জনই চিকিৎসক। প্রথম টিকা গ্রহণ করেন হাসপাতালের চিকিৎসক ডা. প্রসূন সাহা, মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব মাসুম প্রমুখ।

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট