চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

টেকনাফে ৩ কোটি টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারী

উখিয়া সংবাদদাতা

৫ ফেব্রুয়ারি, ২০২১ | ৪:২২ অপরাহ্ণ

টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে এক লাখ ৫ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত একটায় সাবরাং ইউনিয়নের বড়খাল এলাকা থেকে এসব ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত এসব ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার সাইয়েদুল মোরসালিন। তিনি জানান, মিয়ানমার থেকে ইয়াবার চালান আসছে এমন খবর পেয়ে নাফ নদীতে টহল জোরদার করা হয়। এক পর্যায়ে রাত ১টার দিকে নদী সাঁতরে একজন পাচারকারী একটি বস্তা নিয়ে টেকনাফে অনুপ্রবেশ করে। এ সময় কোস্টগার্ড সদস্যরা স্পিডবোটযোগে তাকে ধাওয়া করলে বস্তা ফেলে পালিয়ে যায় সে। পরে ওই স্থান থেকে একলাখ ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট