চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ইভটিজিংয়ের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড

মানিকছড়ি প্রতিনিধি

৩০ জানুয়ারি, ২০২১ | ৭:৫৭ অপরাহ্ণ

মানিকছড়ি উপজেলার গরমছড়ি ত্রিপুরা পাড়া এলাকার রতন কুমার ত্রিপুরা প্রকাশ বধুকুমার ত্রিপুরা(২২) কে ইভটিজিংয়ের দায়ে  ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত । শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে উক্ত অভিযান পরিচালনা করেন মানিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আসমা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আসমা জানান, গাড়িটানা নেছারিয়া দাখিল মাদ্রাসার ছাত্রীরা আসার পথে একাধিকবার পথরোধ করে বিরক্ত করে আসছিল ঐ যুবক। আজও রাস্তা দিয়ে ছাত্রীরা আসার পথে তাদের টিজ করলে এক পর্যায়ে বিরক্ত হয়ে মাদ্রাসা শিক্ষকদের অবগত করেন ছাত্রীরা। পরে শিক্ষকরা তাকে আটক করে খবর দেন। সেখানে গেলে ঘটনার সত্যতা পেয়ে ঐ যুবককে দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে খাগড়াছড়ি জেল সুপারের কাছে সোপর্দ করা হয়েছে।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট