চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

পটিয়ায় প্রচারণায় ব্যস্ত কাউন্সিলর প্রার্থীরা

পটিয়া সংবাদদাতা

৩০ জানুয়ারি, ২০২১ | ৫:৪১ অপরাহ্ণ

পটিয়া পৌরসভা নির্বাচনের কাউন্সিলর প্রার্থীরা এলাকায় ব্যাপক প্রচারণা শুরু করেছেন। শুক্রবার বেলা ২টার পর থেকে নিজ নিজ এলাকায় প্রচারণা করেন।

কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ নাছির : পটিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ নাছির ‘উটপাখি’ নিয়ে নির্বাচন করছেন। তিনি শুক্রবার ওখারা সবুরা বাপের বাড়ি, রহমত আলীর বাড়ি ও মীর বাড়ি এলাকায় গণসংযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন ফজলুল হক আল্লাই, নুরুল আমিন, বদিউল আলম, মো. শাহজাহান, মো. নজরুল ইসলাম, মো. রফিক, মোহাম্মদ পেয়ারু, মো. ইকতেয়ার, শাহ আলম, মো. বেলাল, মো. জামাল, মো. রফিক, আবছার, ইয়াছিন আকতার, মো. হারুন, ইলিয়াছ, আরিফ। আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে ‘উটপাখি’ প্রতীককে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

কাউন্সিলর প্রার্থী সঞ্জীব দাশ: পটিয়া পৌরসভার ২নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী সঞ্জীব দাশ টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে নির্বাচন করছেন। বেলা ২টার পর থেকে তিনি এলাকায় গণসংযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন আ. লীগ নেতা সোহেল মো. নিজাম উদ্দিন, আনোয়ার রহমান, শফিকুল আলম ঝুনু, নুরুল আলম, প্রণব বিশ্বাস, শংকর দে, উত্তম দে, ঝুলন দে, আনোয়ার রহমান, স্বপন দে, দিদারুল আলম, শিবু সেন, রবিন চক্রবর্ত্তী।

কাউন্সিলর প্রার্থী শফিউল আলম : পটিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডে টেবিল ল্যাম্প প্রতীকের প্রার্থী শফিউল আলম শুক্রবার বিকেলে ব্যাপক গণসংযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবুল বশর, জামাল উদ্দিন, খায়ের আহমদ, আনোয়ারুল হাকিম, ফোরকান মাস্টার, জাহাঙ্গীর আলম, আবদুল হক, আবদুল মান্নান, মুজিবুর রহমান রানা, আমান উল্লাহ বাচা। কাউন্সিলর প্রার্র্থী শফিউল আলম পরীর দিঘি থেকে শুরু করে চৌধুরী বাড়ি পর্যন্ত গণসংযোগ করেন।

কাউন্সিলর প্রার্থী রুবেল দাশ বাবু: পটিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডে ব্ল্যাক বোর্ড প্রতীক নিয়ে নির্বাচন করছেন ছাত্রনেতা রুবেল দাশ বাবু। তিনি তার এলাকায় ব্ল্যাক বোর্ডের প্রচারণা শুরু করেন।

এসময় উপস্থিত ছিলেন বিকাশ দাশ বিশু, হারাধন দাশ, শিবলু চৌধুরী, মো. আমজাদ, আলতাফ, রনি। কাউন্সিলর প্রার্থী বাবু চৌধুরী বাড়ি, মুন্সির বাড়ি, তিয়ার মোহাম্মদ এর বাড়ি ও পরীর দিঘি এলাকায় গণসংযোগ করেন। নির্বাচনে রুবেল দাশ বাবুকে ব্ল্যাক বোর্ড প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান।

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট