চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নৌকাসহ ১২ জেলে আটক, ৭৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক

৩০ জানুয়ারি, ২০২১ | ৪:১৬ অপরাহ্ণ

মেঘনা নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের অভিযোগে তিনটি নৌকাসহ ১২ জেলেকে আটক করেছে নৌপুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) বিকাল ৩টায় তাদের আটক করা হয়। জব্দ করা এসব কারেন্ট জালের মূল্য আনুমানিক সাড়ে ৪ লাখ টাকা বলে জানিয়েছে নৌপুলিশ।

অপরদিকে একইদিন দিবাগত রাত আড়াইটার দিকে হরিনাঘাট মাছের আড়তের সামনে থেকে একটি ট্রাক থেকে ৩২০ কেজি জাটকাসহ দু’জনকে আটক করে নৌপুলিশ।

চাঁদপুর নৌপুলিশ সুপার কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালিয়ে নৌকাসহ ১২ জেলে আটক, ৭৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৭৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, তিনটি নৌকা ও ৩২০ কেজি জাটকা জব্দ করা হয়।

আটক জেলেদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় এজাহার দায়ের করেছে নৌপুলিশ। আর উদ্ধার মাছগুলো স্থানীয় এতিমখানা ও গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট