চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

চতুর্থ দফায় চট্টগ্রাম থেকে ভাসানচরে যাচ্ছে আরও ১৪৬৬ রোহিঙ্গা

অনলাইন ডেস্ক

৩০ জানুয়ারি, ২০২১ | ১:৩১ অপরাহ্ণ

চতুর্থ দফায় চারটি জাহাজে করে আরও ১ হাজার ৪৬৬ জন রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশে যাত্রা শুরু করে। শনিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বোট ক্লাব থেকে যাত্রা শুরু করেন তারা। বিষয়টি নিশ্চিত করেন বন্দর জোনের সহকারী পুলিশ  কমিশনার অলক বিশ্বাস।। বেলা একটার দিকে তাদের ভাসানচরে পৌঁছানোর কথা রয়েছে।

তিনি জানান, গতকাল ১ হাজার ৭৭৮ জন রোহিঙ্গা ভাসানচরে যান। এদের মধ্যে দুইজন রোহিঙ্গা গতকাল অসুস্থ থাকায় যেতে পারেন নি। তাদের সাথে এক শিশুও ছিল। গতকালের তিনজনসহ আজ মোট ১ হাজার ৪৬৬ জন রোহিঙ্গা সকালে ভাসানচরের উদ্দেশে রওয়ানা হোন। 

 এর আগে ২০২০ সালের ডিসেম্বর দুই দফায় ৩ হাজার ৪৪৬ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারে হত্যা ও নির্যাতনের কারণে প্রায় ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১১ লাখ।

মিয়ানমার থেকে বিতাড়িত এই রোহিঙ্গাদের আবার দেশে পাঠানোর জন্য বাংলাদেশ চেষ্টা চালিয়ে আসছে বহুদিন ধরেই। তারপরও তাদের মিয়ানমার ফেরত পাঠানো সম্ভব হয়নি।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট