চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে ৪ দফা দাবিতে রাস্তায় পলিটেকনিকের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

১৭ জানুয়ারি, ২০২১ | ১:২৯ অপরাহ্ণ

চারদফা দাবিতে চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকায় বিক্ষোভ করেছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। রবিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় রাস্তায় নেমে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করে।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- স্থগিত দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পর্বের তাত্ত্বিক প্রমোশন দিয়ে ব্যবহারিক পরবর্তী পর্বের সঙ্গে সংযুক্ত করে তাদের একবছর লসের হাত থেকে মুক্তি দেওয়া, প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাসে দ্রুত পরীক্ষা নেওয়া, সকল প্রকার অতিরিক্ত ফি প্রত্যাহার এবং সকল প্রাইভেট পলিটেকনিকেলের সেমিস্টার ফি অর্ধেক করা ও ২০২১ সালের মধ্যে ডুয়েটসহ অন্যান্য প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধি করা।  

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট