চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

বিএসটিআইয়ের লেবেল লাগিয়ে পণ্য বিক্রি, জিইসির ফ্লেভারস-মিঠাইকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারি, ২০২১ | ৯:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রামের জিইসিতে অনুমতি না নিয়ে পণ্যে বিএসটিআইয়ের লেবেল ব্যবহার করায় ফ্লেভারস প্রিমিয়াম সুইটস ও মিঠাই সুইটসকে জরিমানা করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

বিষয়টি নিশ্চিত করে বিএসটিআই চট্টগ্রামের সহকারী পরিচালক (সিএম) মোস্তাক আহমেদ বলেন,  চিড়া ভাজা ও নিমকি পণ্যে বিএসটিআইয়ের লেবেল ব্যবহার করায় ফ্লেভারস প্রিমিয়াম সুইটসকে ২৫ হাজার ও মিঠাই সুইটসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে সহায়তা করেন বিএসটিআই চট্টগ্রামের ফিল্ড অফিসার শিমু বিশ্বাস ও ইন্সপেক্টর মুকুল মৃদ্রা।

পূর্বকোণ/মামুন/এএইচ

 

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট