চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

মহেশখালীর বদরখালীতে ২ শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

মহেশখালী সংবাদদাতা

১৩ জানুয়ারি, ২০২১ | ১০:০৫ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়া বদরখালী টু মহেশখালী সড়কের বদরখালী ফেরিঘাটস্থ চৌরাস্তায় সরকারি জায়গা দখল করে গড়ে উঠা দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

আজ বুধবার (১৩ জানুয়ারী) দুপুর থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কক্সবাজার।

এসময় ব্যবসায়ীদের সাঙ্গে সড়ক ও জনপথ বিভাগের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সড়ক ও জনপথ বিভাগের কয়েকজন আহত হয়ছে বলে জানা যায়।

চকরিয়া উপজেলা প্রশাসনের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন কক্সবাজার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী শাখাওয়াত হোসেন। তিনি জানান, দোকানে মালামাল সরানোর জন্য ব্যবসায়ীদের সময় দেওয়া হয়েছিল এবং মাইকিং করা হয়েছিল। আজ অভিযানটি পরিচালনা করা হয়েছে। কিছু ব্যক্তি অভিযান পরিচালনা করতে গিয়ে বাধা দিয়ে হামলা করেছে।

চকরিয়া থানার ওসি সাকের মোহাম্মদ জোবাইর বলেন, অবৈধ দোকান উচ্ছেদ অভিযানে বাধা দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে এবং  অভিযান পরিচালনায় সহয়তা করে।

 

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট