চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অটোরিকশা চুরি করে মালিকের কাছ থেকে টাকা আদায় করত তারা

নিজস্ব প্রতিবেদক

১২ জানুয়ারি, ২০২১ | ৬:১৪ অপরাহ্ণ

ডবলমুরিং থানার ঈদগাঁ কাচারাস্তার মাথা এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশা চুরি করে মালিকের কাছ থেকে টাকা আদায় করে এমন চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তাররা হলেন- মো. রফিকুল ইসলাম (৪৫) ও মো. মাঈন উদ্দিন প্রকাশ মনির (৪২)।

 

নগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজল কান্তি চৌধুরী তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি পূর্বকোণকে বলেন, ‘এরা অভ্যাসগতভাবেই সিএনজি চুরির সাথে জড়িত। চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে কৌশলে সিএনজি অটোরিকশা ছিনতাই করে। এরপর মালিকের সাথে যোগাযোগ করে টাকার বিনিময়ে এসব সিএনজি ফেরত দেন। এমন চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১০ বছর ধরে তারা এসব কাজের সঙ্গে জড়িত বলে জানতে পেরেছি আমরা।

 

তিনি আরো বলেন, ‘এদের মধ্যে মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি ও মো. মাঈন উদ্দিন প্রকাশ মনিরের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট