চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

১৫ লক্ষেরও বেশি জরিমানা

পাহাড় কাটায় বাঁশখালীর চাম্বল ইউপি চেয়ারম্যানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

৭ জানুয়ারি, ২০২১ | ১১:৪৯ অপরাহ্ণ

পাহাড় কাটার দায়ে বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মুজিবুল হক চৌধুরীসহ কয়েকজনকে মোট ১৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানার আদেশ দেন।

এছাড়া পৃথক শুনানিশেষে পাহাড় কাটার দায়ে কক্সবাজার সদর এলাকার মো. শিমুল ও তার সহযোগীদের ১০ হাজার টাকা, নবায়নবিহীন প্রতিষ্ঠান পরিচালনার দায়ে কুমিল্লা বরুড়া এলাকার মেসার্স আয়ান ব্রিকসকে ৫ হাজার টাকা ও শর্তভঙ্গের দায়ে নোয়াখালীর চৌমুহনী এলাকার ইজি ল্যাব ডাক্তার চেম্বারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

পূর্বকোণ/পি-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট