চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

বন্দরে মিথ্যা ঘোষণায় দেড় কোটি টাকা শুল্ক ফাঁকির চেষ্টা

নিজস্ব প্রতিবেদক

৭ জানুয়ারি, ২০২১ | ৯:০৭ অপরাহ্ণ

শুল্কমুক্ত কাঁচা তুলা আমদানির ঘোষণা দিয়ে চট্টগ্রাম বন্দরে আনা হলো উচ্চ শুল্কের সোফার কাপড়। যার মাধ্যমে প্রায় এক কোটি ৪০ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করেছে আমদানিকারক। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন এন্ড রিসার্চ (এআইআর) শাখার কর্মকর্তারা পণ্য খালাসের সময় চালানটি আটক করে।

এ বিষয়ে কাস্টমসের এআইআর শাখার সহকারী কমিশনার রেজাউল করিম জানান, নগরীর জুবলি রোডের মেসার্স ইএন এন্টারপ্রাইজ নামের আমদানিকারক প্রতিষ্ঠান চীন থেকে দুটি কন্টেইনারে ৪১ হাজার ১২০ কেজি কাঁচাতুলা আমদানির ঘোষণাপত্র দাখিল করে। শুল্কমুক্ত পণ্যের ঘোষণায় আনা ওই পণ্যের চালান খালাস করতে এসহাক ব্রাদার্স ডিপোতে নিয়ে যাওয়া হয়। আমদানিকারকের মনোনীত সিএন্ডএফ প্রতিষ্ঠান প্রগতি কার্গো সার্ভিস এর প্রতিনিধিরা গোপনে দুটি কনটেইনার খুলে পণ্য ট্রাকে লোড করা অবস্থায় কাস্টমসের কর্মকর্তারা তাদের পণ্যসহ আটক করে। পরে এআইআর শাখা ও ডিপো কর্মকর্তাদের সমন্বয়ে শতভাগ কায়িক পরীক্ষা করে চালানে ৪১ হাজার ১২০ কেজি কাঁচাতুলার পরিবর্তে সাড়ে ৪০ হাজার কেজি সোফার কাপড় পাওয়া যায়। গোপনে উচ্চ শুল্কের (৮৯%) ওই পণ্য খালাসের মাধ্যমে আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্ট প্রায় এক কোটি ৪০ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করেছে।

সহকারী কমিশনার রেজাউল করিম আরো জানান, আমদানিকারক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কর ফাঁকি ও মানি লন্ডারিং আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একইসঙ্গে সিএন্ডএফ’র বিরুদ্ধে লাইসেন্স বাতিল ও ফৌজদারি মামলা দায়েরের কাজ চলমান রয়েছে।

পূর্বকোণ/আরপি/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট