চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ট্রাক-অটোরিক্সা সংঘর্ষে বাঁশখালীতে নিহত ১

নিজস্ব প্রতিবেদক

৬ জানুয়ারি, ২০২১ | ৬:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে ট্রাক-অটোরিক্সার সংঘর্ষে জসিম উদ্দীন চৌধুরী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জসিম উপজেলার সরল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শফিকুর রহমান চৌধুরীর ছেলে।

এতে আহত হয়েছেন আরও দুইজন। তারা হলেন- অটোরিক্সা যাত্রী মো. ফিরোজ ও তার শাশুড়ি রাবেয়া বেগম।

আহত ফিরোজ বলেন, দীর্ঘদিন ধরে আমার শাশুড়ি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। আমি তাকে বাড়ি পৌঁছে দিতে গেলে পথিমধ্যে একটি ট্রাক আমাদের অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে আমার শাশুড়ি ও আমি আহত হই।

নিহত জসিমের শ্যালক সরল ইউনিয়নের ২ নম¦র ওয়ার্ডের সদস্য সেলিম উদ্দীন জানান, নিহত জসিমের শরীরে আঘাতের চিহ্ন ছিল না। বড় ধরনের আঘাতও বোঝা যাচ্ছে না। ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হওয়ায় হয়তো স্ট্রোক করেছেন। হঠাৎ মৃত্যুকে মেনে নিয়ে দাফনের জন্য পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়।

বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সফিউল কবীর বলেন, দুর্ঘটনাকবলিত ড্রামট্রাক ও অটোরিক্সাটি জেব্দর প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের পরিবারকে লাশ পারিবারিকভাবে দাফনের জন্য অনুমতি দেয়া হয়েছে।

 

পূর্বকোণ/অনুপম-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট