চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

ব্যান্ড মিক্সড এলবাম “দয়া” অবমুক্ত শুক্রবার

পূর্বকোণ ডেস্ক

১৭ ডিসেম্বর, ২০২০ | ৯:৫২ অপরাহ্ণ

বাংলাদেশের স্বনামধন্য সুর ও সঙ্গীত পরিচালক কাওসার হাসান বিপুল সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠা করেছেন “বার্ডরেকর্ড” নামক অডিও প্রোডাকশন ষ্টুডিও, যেখানে রয়েছে নতুন গান সৃষ্টির সকল সুযোগ-সুবিধার পাশাপাশি কমার্শিয়াল বা বিজ্ঞাপনের জিঙ্গেল, চলচ্চিত্র, টেলিফিল্ম, নাটকের সঙ্গীত ও আবহ সঙ্গীতসহ ডিজিটাল প্লাটফর্মে সঙ্গীত প্রকাশনার সবধরনের সুবিধা।

এই উপলক্ষে আগামী ১৮ ডিসেম্বর শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাব কনফারেন্স হলে বেলা আড়াই টায় আয়োজন করা হয়েছে “মিট দ্যা প্রেস” অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে ডিজিটালি অবমুক্ত করা হবে তারই সুর ও সঙ্গীতে “দয়া” নামক ব্যান্ড মিক্সড এ্যালবামের, যেখানে দেশবরেণ্য পাঁচজন ব্যান্ড তারকা “আইয়ুব বাচ্চু, পান্থ কানাই, বাপ্পা মজুমদার, নিপু এবং পঞ্চমের দুটি করে মোট ১০টি গান রয়েছে।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট