চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পেকুয়ায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

পেকুয়ায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

চকরিয়া-পেকুয়া প্রতিনিধি

১৩ ডিসেম্বর, ২০২০ | ৭:৩৭ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। আহতের নাম আমির হোসেন (৬৭)। শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী স্টেশনের পশ্চিম পাশের এলাকায় এ ঘটনা ঘটে।

আমির হোসেন একই এলাকার মরহুম কবির আহমদের ছেলে। তিনি বারবাকিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আমির হোসেনের ছেলে কমুরউদ্দিন বলেন, আমার বাবা একই এলাকার শাহ আলম গং হতে ৬ মাস আগে ২৮ শতক জমি ক্রয় করে। তখন থেকে জমিটি আমাদের দখলে ছিল। কিন্তু শনিবার রাতে বদির আলম নামের এক ব্যক্তি আমাদের এ জমিতে মাটি ফেলে ভরাট করছিল। খবর পেয়ে আমার বাবা সেখানে গেলে তার উপর হামলা চালানো হয়। মাহমুদ আলীর ছেলে বদির আহমদ (৫৫) ও বদির আহমদের ছেলে ফোরকানের (৩৫) নেতৃত্বে ৮-১০ জন মুখোশ পরিহিত ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আমার বাবাকে পিটিয়ে পুরো শরীরে জখম করেছে। ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপানো ও দুটি দাঁত উপড়ে ফেলা হয়েছে তার। পরে আমরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।

এ ব্যাপারে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান বলেন, এ ঘটনায় এখনো কেউ মৌখিক বা লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

 

পূর্বকোণ/জাহেদ-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট