চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নকল গ্লিসারিন কারখানার সন্ধান

নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর, ২০২০ | ৫:৩৭ অপরাহ্ণ

নগরীর পাইকারি ওষুধের বাজার হাজারি গলিতে নকল গ্লিসারিন কারখানার সন্ধান পেয়েছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসনের অভিযানে এ কারখানার সন্ধান মিলেছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম ও সুরাইয়া ইয়াসমিন এ অভিযানের নেতৃত্ব দেন। এ সময় ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরানও উপস্থিত ছিলেন।

ওষুধ প্রশাসন এর সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরান পূর্বকোণকে জানান, মঙ্গলবার অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ, মানহীন ওষুধ বিক্রেতাদের ধরতে চলমান অভিযানে এ নকল কারখানার সন্ধান পাওয়া যায়। জিসি মার্কেটের ৩য় তলার ওই গোডাউনে নকল গ্লিসারিন উৎপাদন করায় পিকে সার্জিক্যালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট