চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সন্দ্বীপের এসিল্যান্ড করোনায় আক্রান্ত

সন্দ্বীপ সংবাদদাতা

১৮ নভেম্বর, ২০২০ | ২:৪৯ অপরাহ্ণ

সন্দ্বীপ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মামুন করোনায় আক্রান্ত হয়েছেন। আজ বুধবার (১৮ নভেম্বর)  সকাল ১১ টায় এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ফজলুল করিম।

মোহাম্মদ মামুন ১১ নভেম্বর বুধবার থেকে জ্বর ও গলাব্যথায় ভুগছিলেন। তখন থেকে তিনি উপজেলা ডাকবাংলোতে অবস্থান করে চিকিৎসা নেন। শারীরিক অবস্থার পরিবর্তন না থাকায় গত ১৫ নভেম্বর করোনার পরীক্ষার জন্য নমুনা দেন। ১৮ নভেম্বর বুধবার পরীক্ষার রিপোর্টে তার করোনা পজেটিভ আসে।

মোহাম্মদ মামুন পূর্বকোণকে বলেন, ‘‘বর্তমানে আমি শারীরিকভাবে সুস্থ আছি এবং অসুস্থতা অনুভব করার পর থেকে কোয়ারান্টাইনে রয়েছি। করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুতে তিনি উপজেলায় সচেতনতা সৃষ্টি করতে কাজ করে ব্যাপক ভূমিকা রাখেন।’’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট