চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

স্বাস্থ্যবিধি অমান্য-স্যাম্পল ওষুধ রাখায় রাউজানে ফার্মেসিকে জরিমানা

স্বাস্থ্যবিধি অমান্য-স্যাম্পল ওষুধ রাখায় রাউজানে ফার্মেসিকে জরিমানা

রাউজান সংবাদদাতা

৯ নভেম্বর, ২০২০ | ৮:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে আলুর দাম বৃদ্ধি রাখা, মাস্ক না পরা ও ফার্মেসিতে স্যাম্পল ওষুধ রাখার দায়ে সাড়ে ৩১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত ইউএনও জোনায়েদ কবির সোহাগের নেতৃত্বে উপজেলার সদর ফকিরহাট ও মুন্সিরঘাটার বিভিন্ন অংশে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জোনায়েদ কবির সোহাগ বলেন, উপজেলার ফকিরহাট কাঁচা বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি করা, পথচারীরা মুখে মাস্ক না পরা ২১ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়। এছাড়া কৈবল্য ফার্মেসির মালিক প্রদীপ কান্তি চৌধুরীকে স্যাম্পল ওষুধ রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি প্রতিপালনে ও ভোক্তাসাধারণের স্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

 

 

 

 

পূর্বকোণ/জাহেদ-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট