চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

উত্তর কাট্টলিতে অগ্নিকাণ্ডে দগ্ধ ৯

নিজস্ব প্রতিবেদক

৯ নভেম্বর, ২০২০ | ১০:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে নয়জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) মধ্যরাতে নগরের আকবরশাহ থানার উত্তর কাট্টলির মরিয়মের বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

আগ্রাবাদ ফায়ার স্টেশন অফিসার কফিল উদ্দিন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে আমরা দেখেছি ওই ফ্ল্যাটের অনেকগুলো পয়েন্টে একসঙ্গে স্পার্কের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ওসি জহির পূর্বকোণকে বলেন, ‌এ ঘটনায় মিজানুর রহমান (৪২),সাইফুল ইসলাম (২৫), বিবি সুলতানা (৩৬), মানহা (০২), মাহের (৮), পেয়ারা বেগম (৬৫), রিয়াজ (২২), জাহান(২১), সুমাইয়া (১৮) আগুনে পুড়ে দগ্ধ হন। পরবর্তীতে গুরুতর অবস্থায় চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে ৩৬ নম্বর বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি দেন। তাদের মধ্যে বিবি সুলতানা,মিজানুর রহমান ও পেয়ারা বেগমের অবস্থা আশঙ্কাজনক।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট