চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিলুপ্তপ্রায় সাম্বার হরিণ শাবকের জন্ম চট্টগ্রাম চিড়িয়াখানায়

নিজস্ব প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর, ২০২০ | ৮:২৮ অপরাহ্ণ

চট্টগ্রাম চিড়িয়াখানায় সাম্বার হরিণ পরিবারে নতুন এক শাবকের জন্ম হয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নতুন এই হরিণ শাবকের জন্ম হয়েছে বলে নিশ্চিত করেছেন চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ।

নতুন এই মেয়ে শাবক জন্মের সময় ওজন ছিল তিন কেজির প্রায়। এটাসহ দেশে বিলুপ্তপ্রায় সাম্বার হরিণ পরিবারে সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচে।উপমহাদেশের সবচেয়ে বড়জাতের সাম্বার হরিণটি তিন বছরে বয়ঃপ্রাপ্ত হয় এবং ২০ থেকে ২৫ বছর পর্যযন্ত বেঁচে থাকে। বাংলাদেশে এ জাতের হরিণ বিলুপ্তপ্রায়। শুধু চট্টগ্রাম চিড়িয়াখানাতেই সাম্বার হরিণ রয়েছে। বর্তমানে চট্টগ্রাম চিড়িয়াখানায় সাম্বার ছাড়াও আরও দুই জাতের হরিণ রয়েছে।

মায়া হরিণ রয়েছে চারটি এবং চিত্রা হরিণ আছে ২২টি। ২৯ সেপ্টেম্বর সকাল ৮টায় সাম্বার হরিণ দম্পতি কাজল-লাইলীর ঘরে একটি মেয়ে বাচ্চা জন্ম নিয়েছে।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট