চট্টগ্রাম মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ডবলমুরিংয়ে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বাপ্পী গ্রেপ্তার

ডবলমুরিংয়ে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বাপ্পী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৭ জুন, ২০২০ | ১০:৪৮ অপরাহ্ণ

নগরীর ডবলমুরিংয়ে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী খলিলুর রহমান বাপ্পীকে (৩৫) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) মধ্যরাতে আগ্রাবাদ হোটেলের উত্তর পাশের গ্রামীণফোন সেন্টারের সামনে থেকে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত খলিলুর রহমান বাপ্পীর বিরুদ্ধে ডবলমুরিং থানায় ১১টি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) সদীপ কুমার দাশ।

গ্রেপ্তারকৃত খলিলুর রহমান বাপ্পী ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ বাদামতলী সালেহ আহমদ চেয়ারম্যান লেইনের হামিদুর রহমানের ছেলে।

ওসি সদীপ কুমার দাশ পূর্বকোণকে বলেন, গ্রেপ্তার খলিলুর রহমান বাপ্পী থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই ও মাদকসহ ১১টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি তিনি। সর্বশেষ মঙ্গলবার মধ্যরাতে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তার জুতার ভিতরে কৌশলে লুকিয়ে রাখা ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পূর্বকোণ/এএ-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট