চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

দ. জেলা আওয়ামী ছাত্র পরিষদের সভায় আমিন

জ্ঞাননির্ভর রাজনীতি নিয়ে এগোতে হবে তরুণদের

৩০ মে, ২০১৯ | ২:০৬ পূর্বাহ্ণ

প্রাপ্তি নয়, ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে তরুণ প্রজন্মকে জ্ঞানভিত্তিক রাজনীতিতে অগ্রসর হতে হবে। বাংলাদেশের সফল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ছাত্র সমাজের ভূমিকা অপরিহার্য। আজকের সৎ ছাত্রনেতা আগামীর জননেতায় রূপান্তরিত হবে। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাব ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে দক্ষিণ জেলা আওয়ামী ছাত্র পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন এসব কথা বলেন। সংগঠনের সভাপতি ও দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তাসরিফুল ইসলাম জিল্লু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাপ্পুর সঞ্চলনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া পৌর সভার মেয়র ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়ের। আরও বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সোহেল মোহাম্মদ মনজু, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সনাতন চক্রবর্তী বিজয়, দপ্তর সম্পাদক উজ্জ্বল ধর, উপ প্রচার সম্পাদক আব্দুল আলিম, কৃষকলীগ নেতা জসিম উদ্দিন, ফরিদউল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মোরশেদ আলম দুলু, যুগ্ম সম্পাদক মোরশেদ আলম, বাবলু দেব, ইখতিয়ার উদ্দিন বাপ্পি, রিহান পারভেজ, মুনির হোসেন, রফিকুল ইসলাম, মিজানুর রহমান রোকন, ছিবগাতুল্লা সিফাত, মো. মোরশেদ, কনিক বড়–য়া, মুহাম্মদ রিয়াদ প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট