চট্টগ্রাম বুধবার, ০১ মে, ২০২৪

করোনায় নগরীর ২৯ ভবন লকডাউন

১২ মে, ২০২০ | ৪:২০ অপরাহ্ণ

নগরীতে বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। নতুন করে আরো ৪১ জনের করোনাভাইরাস শনাক্তের পর নগর প্রশাসন ২৯ টি ভবন লকডাউন করে দিয়েছে । সিটিএসবির উপ-কমিশনার আব্দুল ওয়ারিশ লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল সোমবার (১১ মে) মধ্যরাত ও আজ মঙ্গলবার (১২ মে) সকালে সেনাবাহিনীকে সাথে নিয়ে ভবনগুলো লকডাউন করে দেয় নগর পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) একটি দল। এ নিয়ে নগরীর প্রায় ৪শ’র বেশি ভবন ও কাঁচাঘর লকডাউন করা হয়েছে।
আব্দুল ওয়ারিশ বলেন, ৪১ জন রোগীর বিপরীতে মোট ২৯ ভবন লকডাউন করা হয়েছে। পুলিশ সর্বক্ষণ ২৯ টি ভবন নজরদারিতে রেখেছে। এ ২৯টি ভবন থেকে আগামি ১৪ দিন কেউ বেরও হতে পারবে না। আবার কেউ ভবনে প্রবেশও করতে পারবে না।
এক প্রতিবেদনে জানা গেছে, গত ১১ মে চট্টগ্রাম জেলায় মোট ৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়। এরমধ্যে ৪১ জনই মহানগর এলাকার। এ ৪১ জন হলেন বাকলিয়া, কোতোয়ালি, ইপিজেড, পতেঙ্গা, বায়েজিদ, হালিশহর, ডবলমুরিং, বন্দর, চকবাজার, পাঁচলাইশ, আকবরশাহ, খুলশী ও পাহাড়তলীর বাসিন্দা।

পূর্বকোণ/ আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট