চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অর্ধশত ইয়াবাসহ গ্রেপ্তার হলেন চবি’র দু’কর্মচারীসহ ৩ জন

নিজস্ব প্রতিবেদক

৪ মে, ২০২০ | ৬:১১ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ইয়াবাসহ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (৪ মে) ক্যাম্পাসের সমাজবিজ্ঞান অনুষদের পেছনের পাহাড়ে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যদের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মহিউদ্দীন (৩৫), হাসান (৩৩) ও নাছির (৩০)। এদের মধ্যে মহিউদ্দীন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর, হাসান শারীরিক শিক্ষা বিভাগের চতুর্থ শ্রেণির কর্মচারী ও নাছির ক্যাম্পাসে একটি দোকান চালান।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ফাঁকা পেয়ে সমাজবিজ্ঞান অনুষদের পেছনে পাহাড়ে নেশাখোরদের একটি চক্র মাদকের আখড়া করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখানে ৪৪টি ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের দুজন বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী।

মনিরুল হাসান বলেন, গ্রেপ্তাকৃত তিনজনকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট