চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

বাজেট তৈরিতে জনগণের অংশগ্রহণ

হাবিলাসদ্বীপে সনাক টিআইবির পরিকল্পনা সভা অনুষ্ঠিত

২৩ মে, ২০১৯ | ১:৪২ পূর্বাহ্ণ

ইউনিয়ন পরিষদের বাজেট তৈরিতে সাধারণ জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ে পরিকল্পনা সভা গত ২১ মে হাবিলাসদ্বীপ ওয়ার্ডে অনুষ্ঠিত হয়।
‘বাজেট প্রণয়নে চাই সকলের সম্মিলিত অংশগ্রহণ’ এ স্লোগানে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা ও জনবান্ধব ইউনিয়ন প্রতিষ্ঠার উদ্দেশ্যে বাজেট তৈরিতে জনগণের মতামত গ্রহণের লক্ষ্যে সভার আয়োজন করে। ইয়াছিন আউলিয়া রোডস্থ শহীদ মেম্বারের দোকানের সামনের সড়কে আয়োজিত সভায় সার্বিক সহায়তা প্রদান করেন দুর্নীতিবিরোধী সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, পটিয়া শাখা। টিআইবি’র এরিয়া ম্যানেজার মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. শহীদুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ইউপি সচিব আবদুল মালেক। সভায় উপস্থিত ছিলেন সনাক পটিয়ার স্থানীয় সরকার বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক শীলা দাশ, সনাক সহ-সভাপতি নিত্যময় চৌধুরী, টিআইবির সহকারী ব্যবস্থাপক সাইফুল ইসলাম প্রমুখ। সভায় উপস্থিত নাগরিকগণ তাদের এলাকার সমস্যার কথা পরিষদের সামনে তুলে ধরেন ও আগামী অর্থবছরের বাজেটে এসব সমস্যার অলোকে প্রকল্প প্রণয়নের অনুরোধ জানান। সভায় যে সকল প্রকল্প নেয়ার জন্য প্রস্তাব আসে তার মধ্যে উল্লেখযোগ্য হলো গরিব নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা, রাস্তার বাতির ব্যবস্থা করা, রাস্তা সংস্কার, খাবার পানির জন্য টিউবওয়েল স্থাপন, বয়স্কদের জন্য ভাতা প্রদান, গরিব অসহায়দের জন্য ঘর প্রদান ইত্যাদি। সভায় উপস্থিত স্থানীয় ব্যক্তিগণ পরিষদকে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দুর্নীতিমুক্ত ইউনিয়ন প্রতিষ্ঠার করার আহ্বান জানান। সভায় ইউপি সচিব আবদুল মালেক বলেন, ইউনিয়ন পরিষদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। জনগণের মতামতের ভিত্তিতে হাবিলাসদ্বীপকে একটি জনবান্ধব মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে আমরা বদ্ধপরিকর। তিনি বলেন, অদ্যকার সভায় জনগণ যেসব প্রস্তাবনা দিয়েছে এগুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হবে। পর্যায়ক্রমে সকল সমস্যার সমাধান করা হবে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট