চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

কর্ণফুলী ড্রাইডককে কোটি টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২২ মে, ২০১৯ | ১১:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রামে পরিবেশগত ছাড়পত্র ছাড়া জাহাজ নির্মাণের কারণে কর্ণফুলী ড্রাইডককে এক কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার অধিদপ্তরে শুনানি শেষে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুক্তাদির হাসান বলেন, ‘ কর্ণফুলী ড্রাইডক লিমিটেড পরিবেশগত ছাড়পত্র ছাড়া প্রায় ১০ হাজার বর্গফুট জায়গায় নৌযান তৈরি করছে। পরিবেশ অধিদপ্তরের তদন্তেও তার সত্যতা মিলে। পরবর্তীতে তাদের শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়।

শুনানিতে কর্ণফুলী ড্রাইডকের পক্ষে ছিলেন প্রধান নির্বাহী ড. মো. রিয়াজ হাসান খন্দকার।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৭ ধারা অনুযায়ী পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি সাধনের জন্য বুধবার শুনানি শেষে প্রতিষ্ঠানটিকে এক কোটি টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির পাশেই রয়েছে কর্ণফুলী নদী। যা নদীর জীববৈচিত্র্যের উপর মারাত্মক ক্ষতিসাধন করছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট