হালদার অবৈধ মাছ শিকারিদের শিকল পরাবে কে? এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নদীর দুই ধারে মানুষের। প্রতিদিন নদীতে নামছে শিকারিরা। শিকার করছে রুই জাতীয়সহ বিভিন্ন জাতের মাছ। প্রশাসন ও নৌ-পুলিশের একের পর এক অভিযানেও থামানো যাচ্ছে না তাদের। প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী থেকে সারাবছরই মাছ শিকারে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। নদীতে ফেলা যাবে না কোন ধরনের জাল। চালানো যাবে না ইঞ্জিনচালিত নৌকাও। এতসব নিষেধাজ্ঞার পরও হালদা মোহনা কচুখাইন, মোহরা, মাদার্শা এলাকা থেকে উজানে ছিপাতলী ও নাঙ্গলমোড়া […]