কক্সবাজারের চকরিয়ায় দোকান দখল করতে বাঁধা দেওয়ায় থানা পুলিশের সামনে চকরিয়া কলেজের সাবেক ভিপি রুস্তম শাহরিয়ারকে (৫৫) হামলা চালিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। বুধবার (১৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে পৌরশহরের থানা রোডের ভরামুহুরী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত রুস্তম শাহরিয়ার জানান, গত ১৫ বছর আগে ভরামুহুরী এলাকায় ৭ শতক জমি ক্রয় করে দোকান নির্মাণ করে ভোগদখলে আছি। ইতিপূর্বে ওই জমিসহ দোকান চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ভরামুহুরী এলাকার মো. সোহেল নামে এক ব্যক্তির কাছে বিক্রয় করে দখলে দিয়েছি। গত […]