কক্সবাজারের চকরিয়া উপজেলায় গবাদিপশুর শরীরে বাদলা ও তড়কা টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার কাকারা ইউনিয়নের উত্তর কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গরু ও ছাগলকে টিকাদানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। জার্মান সংস্থা ওয়েল্ট হাঙ্গার হিলফের (ডব্লিউএইচএইচ) অর্থায়নে এনজিও আনন্দ ও সোশ্যাল অ্যান্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম (সিপ) যৌথভাবে কাকারা ও কৈয়ারবিল ইউনিয়নে এসব টিকাদান কার্যক্রম শুরু করে। প্রথম পর্যায়ে কাকারা ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডের ২৩০টি গরুকে বাদলা ও ১৪০টি ছাগলকে গোট পক্স টিকাদান করা হয়। […]