নেসলের নিম্নমানের কিটক্যাট চকলেট এবং মেঘনা গ্রুপের “ফ্রেশ” ব্র্যান্ডের চিনিতে ক্ষতিকর সালফার ডাই অক্সাইড পাওয়া গেছে বলে আদালতে মামলা হয়েছে। জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। হতবাক হবার কিছু নেই। আমাদের সোনার বাংলায় আমদানি করে আনা অন্যসব চকলেট পরীক্ষা করলেও একই রেজাল্ট আসবে। এই জাতির কাছে ভাল মানের জিনিস দেয়ার তো প্রয়োজন নেই। শুধু ফ্রেশ এর চিনি কেন, অন্যসব কোম্পানির সাদা চিনি পরীক্ষা করলেও নিশ্চিত সালফার ডাই অক্সাইড পাওয়া যাবে। এগুলো তো শুধু মান পরীক্ষা। সেইফটি বা নিরপদতা পরীক্ষা করলে যে কী […]