দেশে প্রথমবারের মতো বন্দরনগরী চট্টগ্রামে ‘স্মার্ট’ স্কুল বাস চালুর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। অত্যাধুনিক ‘ডিজিটাল ডিভাইস’ সংযোজন করে নগরীর বিভিন্ন রুটে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে চলাচল করা ১০টি স্কুল বাসকে ‘স্মার্ট’ করা হবে। আগামী দেড় থেকে দুই মাসের মধ্যে স্কুল বাস ‘স্মার্ট’ করার কাজ শেষ হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। জেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন- চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য উপহার হিসেবে প্রধানমন্ত্রীর দেওয়া স্কুল বাসগুলো ‘স্মার্ট’ করার কাজ শেষ হলে তাদের স্কুলযাত্রা আরো নিরাপদ ও আরামদায়ক হবে। অভিভাবকদের ভোগান্তি কমবে। নগরীর […]