চট্টগ্রামের পাহাড়তলী থানা এলাকায় শারমিন নামে এক গৃহবধূকে হত্যার ঘটনায় স্বামী মঈন উদ্দীনকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তার মঈন উদ্দীন রাঙামাটি জেলার কাউখালী থানার বড়বিলি এলাকার মৃত আজিজুল হকের ছেলে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল পৌনে ৩টায় বন্দর থানাধীন নিশ্চিন্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, ২০২০ সালের ১৩ নভেম্বর মঈন উদ্দীনের সাথে বিয়ে হয় শারমিনের। বিয়ের পর থেকে যৌতুকের জন্য মঈন উদ্দিন ও তার পরিবার শারমিনের উপর শারীরিক নির্যাতন করে আসছিল। একপর্যায়ে শারমিন তার পরিবারের কাছ থেকে […]