চট্টগ্রাম শনিবার, ২১ জুন, ২০২৫

বোরো উৎপাদন: চট্টগ্রাম অঞ্চলে এবার ধান সংগ্রহে রেকর্ড
ফাইল ছবি

বোরো উৎপাদন: চট্টগ্রাম অঞ্চলে এবার ধান সংগ্রহে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

১১ জুন, ২০২৫ | ১১:৩৪ অপরাহ্ণ

গত দুই মৌসুমে (আমন ও বোরো) ধানের সংগ্রহ ছিল একেবারে হতাশাজনক। সর্বশেষ আমন মৌসুমে চট্টগ্রাম জেলায় ধানের সংগ্রহ ছিল দুই দশমিক ৬৫ শতাংশ। কিন্তু এবার বোরো মৌসুমে ধান সংগ্রহে রেকর্ড করেছে। এ পর্যন্ত ৬০ দশমিক ৬৬ শতাংশ ধান সংগ্রহ হয়েছে চট্টগ্রাম অঞ্চলে।

 

চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এসএম কায়সার আলী পূর্বকোণকে বলেন, সরকার এবার ধান ও চালের সংগ্রহ মূল্য গতবারের চেয়ে কেজিতে চার টাকা করে বাড়িয়েছে। এছাড়াও চট্টগ্রাম অঞ্চলে এবার রেকর্ড পরিমাণ ধান উৎপাদন হয়েছে। দুই মিলে চলতি বোরো মৌসুমে ধানের সংগ্রহ আশাব্যঞ্জক সাফল্য পেয়েছে।

 

তিনি বলেন, এই কার্যক্রম সফল করতে গিয়ে চট্টগ্রাম বিভাগের ১১ জেলার জেলা খাদ্য নিয়ন্ত্রকরা সরকারি নির্দেশনা পালন করেছেন। এবার ভালো ও ন্যায্যদামে সরকারকে ধান দিতে পেরে কৃষকরাও খুশি হয়েছেন।

 

খাদ্য অধিদপ্তর জানায়, চলতি বোরো মৌসুমে চট্টগ্রাম অঞ্চলে ৪৬ হাজার ৮০৫ মে. টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর বিপরীতে গত ১১ জুন পর্যন্ত ধান সংগ্রহ হয়েছে ২৮ হাজার ৩৮০ মে. টন। যা সংগ্রহ লক্ষ্যমাত্রার ৬০ দশমিক ৬৬ শতাংশ। গত ২৪ এপ্রিল থেকে সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

চলতি বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে সরকার ধান কিনছে কেজিতে ৩৬ টাকা করে। আর মিল মালিকের কাছ থেকে আতপ চাল কেজিতে ৪৮ টাকা ও সিদ্ধ চাল কেজিতে ৪৯ টাকায় কিনছে।

 

কৃষি বিভাগের তথ্যানুযায়ী, চলতি বোরো মৌসুমে চট্টগ্রাম অঞ্চলে আবাদ ও উৎপাদন দুটোই বেড়েছে। ২ লাখ ৯৬ হাজার ৬৫৮ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। ধান উৎপাদন হয়েছে ১২ লাখ ৯৭ হাজার টন। গতবারের তুলনায় আবাদ বেড়েছে ৭ হাজার ৬০৫ হেক্টর জমিতে। আর ধানের উৎপাদন বেড়েছে ৪৭ হাজার ৬৬৩ টন।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট