মহালয়ার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার আগমন ধ্বনি শোনা যাচ্ছে। শারদীয় দুর্গোৎসবের সূচনালগ্ন আজ। ঢাকের তালে বেজে উঠেছে দেবীর আগমন ধ্বনি। মন্দিরে মণ্ডপে চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হয়েছে আয়োজন। বুধবার (২ অক্টোবর) ভোর থেকেই মন্দিরে সমবেত হয়ে প্রার্থনা করেন ভক্তরা। সাধারণত মহালয়ার ছয় দিন পরই হয় দেবী দুর্গার বোধন। অর্থাৎ মহালয়ার পর থেকে দেবীর আগমনের ঘণ্টা বাজে। পঞ্জিকা অনুযায়ী এবার দেবী দুর্গা মর্ত্যে আসছেন দোলায় চেপে, ফিরবেন গজের (হাতি) পিঠে চড়ে। পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনায় শুরু হয় মহালয়ার ক্ষণ। […]