বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬ টা। নগরীর অক্সিজেন মোড় থেকে কাঁচা বাজারের দিকে যেতে কথা হয় ষাটোর্ধ্ব এক বৃদ্ধের সঙ্গে। জামান হোটেলের পর সড়কের পাশে পাঁচ রকম শাক ভ্যানে সাজিয়ে বিক্রির জন্য দাঁড়িয়েছেন তিনি।
এই শাক বিক্রেতা জানালেন, স্বাভাবিকের চেয়ে ক্রেতাদের সাড়া কম এখন। সাধারণত বিকেল ৫ টায় আশপাশের তৈরি পোশাক কারখানায় ছুটির পর সব শাক বিক্রি হয়ে যায় তার। শাকের দাম জানতে চাইলে জানান, পালং, কপি আর মিষ্টি কুমড়া শাক ৩০ টাকায় বিক্রি করছেন প্রতি আঁটি। এর বাইরে সরিষা শাক ২০ আর কলমি শাক বিক্রি করছেন ১৫ টাকায়।
সড়কের উল্টোপাশে পার হয়ে ফুটপাতে বসা সবজি বিক্রেতাদের সঙ্গে কথা বলে আঁচ করা গেল শাক বিক্রি না হওয়ার কারণ। শাকের দামের সমান দামেই যে মিলছে বেশ কিছু সবজি! ফুলকপি, বাঁধাকপিসহ অন্তত ৭টি সবজি বিক্রি হচ্ছে ৩০ টাকার মধ্যে। সামনে এগিয়ে মূল কাঁচা বাজারে গিয়েও দেখা গেল একই চিত্রি। শিমের বিচি, বরবটি আর ঢেঁড়স ছাড়া সব সবজির দাম কমে বিক্রি হচ্ছে ৫০ টাকার মধ্যে।
এদিন অক্সিজেনসহ নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি পেঁয়াজ পাতা, ফুলকপি, পেঁপে ও মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। এছাড়া প্রতিপিস লাউ ৩০, মুলা ২০ এবং বাঁধাকপি মিলছে কেজি ২৫ টাকায়। অন্যান্য সবজির মধ্যে শিম ও খিরা ৪০ টাকা, আলু, টমেটো ও বেগুন ৫০ টাকা, বরবটি, গাজর, কাঁচা মরিচ ও ঢেঁড়স ৬০ টাকা এবং শিমের বিচি ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বুধবার সন্ধ্যায় অক্সিজেন কাঁচা বাজার থেকে এক থলে সবজি নিয়ে বাসায় ফিরছিলেন প্রবাসী খোরশেদ আলম। তিনি পূর্বকোণকে বলেন, দু’শরও কম টাকার সবজি নিয়েছি। থলেভর্তি হয়ে গেছে। কিন্তু আগে দু’শ টাকায় দুই কেজি সবজিও পাওয়া যেত না। এখন শীতকালীন সবজি বাজারে আসায় দাম অনেক কমেছে, শাক আর-সবজির দাম কাছাকাছি হয়ে গেছে।
এদিকে সপ্তাহের ব্যবধানে খুচরায় কেজিতে ২৫ টাকা কমেছে পেঁয়াজের দাম। প্রতি কেজিতে ২০ টাকা দাম কমেছে রসুনেরও। নগরে মসলাজাত পণ্যদুটি বিক্রি হচ্ছে ৫০ ও ২০০ টাকা কেজি দরে। নগরে অপরিবর্তিত রয়েছে মাছ ও গরুর মাংসের দাম। হাড়সহ ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস।
মাছের মধ্যে পোয়া ২৮০, লইট্টা ২০০, পাবদা ৩৫০-৪০০, রূপচাঁদা ৫০০-৬০০, তাইল্লে মাছ আকার ভেদে ৪০০-৬০০, তেলাপিয়া ২০০-২২০, পাঙাস ১৫০-১৮০, রুই ৩৫০-৪০০, কাতল ৩৫০, বেলে ২৮০-৪০০ এবং মৃগেল ২৮০-৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে নগরীতে।
অন্যদিকে বাড়তে থাকা মুরগির দাম আরও বেড়েছে। এরমধ্যে সপ্তাহের ব্যবধানে কেজিতে ১৫ টাকা বেড়ে ব্রয়লার মুরগি ২০০, ৫০-৭০ টাকা বেড়ে সোনালি মুরগি ৩৩০-৩৭০ এবং ২০ টাকা বেড়ে কেজিতে ৫৭০ টাকা দরে বিক্রি হচ্ছে দেশি মুরগি।
পূর্বকোণ/ইব