চট্টগ্রাম রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভের আগে লকডাউনে ইসলামাবাদ

অনলাইন ডেস্ক

২৪ নভেম্বর, ২০২৪ | ৮:৫৫ অপরাহ্ণ

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি দাবিতে তার সমর্থকদের বিক্ষোভের মুখে রাজধানী ইসলামাবাদ নিরাপত্তার চাদরে মুড়ে রাখতে লকডাউন আরোপ করা হয়েছে।

 

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সদস্যদের নেতৃত্বে ইমরান খানের সমর্থকরা ইসলামাবাদের দিকে এগিয়ে যাওয়া এবং পার্লামেন্ট ভবনের কাছে জড়ো হওয়ার পরিকল্পনা করেছে। এ কারণে রাজধানীতে প্রবেশের মহাসড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

 

নগরীর বেশিরভাগ প্রধান সড়কে জাহাজের কনটেইনার দিয়ে ব্যারিকেড তৈরি করেছে সরকার। পুলিশের সঙ্গে আধাসামরিক বাহিনীর সদস্যদের দাঙ্গা দমনের সরঞ্জামসহ প্রধান সড়কগুলোতে মোতায়েন করা হয়েছে। এমনকি সাময়িকভাবে মোবাইল নেটওয়ার্ক পরিষেবাও বন্ধ রেখেছে সরকার।

 

ইসলামাবাদ পুলিশ এক বিবৃতিতে বলেছে, আইনি বিধান অনুযায়ী যে কোনও ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। বৈশ্বিক ইন্টারনেট নজরদারি সংস্থা নেটব্লকস এক্স-এ জানিয়েছে, বিক্ষোভের আগে হোয়াটসঅ্যাপ মেসেজিং সেবাগুলোও নিয়ন্ত্রণে রাখা হয়েছে।

 

পিটিআই নেতা ও খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর এক ভিডিও বার্তায় জনগণকে রাজধানীর প্রবেশমুখের কাছে ‘ডি চৌক’ নামে পরিচিত রেড জোনে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন। এই রেড জোনে আছে পার্লামেন্ট ভবন, গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, দূতাবাস এবং বিদেশি প্রতিষ্ঠানগুলোর কার্যালয়।

 

শনিবার ( ২৩ নভেম্বর) এক ভিডিও বার্তায় আমিন গান্দাপুর বলেন, “আমাদের সব দাবি আদায় না হওয়া পর্যন্ত ইমরান খান আমাদের সেখানে থাকার আহ্বান জানিয়েছেন।”
পিটিআই-য়ের দাবিগুলোর মধ্যে রয়েছে ইমরান খানসহ তাদের সব নেতার মুক্তি এবং চলতি বছর কারচুপির নির্বাচনের কারণে বর্তমান সরকারের পদত্যাগ।

 

রয়টার্স জানায়, ইমরান খান গত বছরের অগাস্ট থেকে কারাগারে আছেন। ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর দুর্নীতি থেকে শুরু করে সহিংসতায় উসকানি দেওয়ার মতো বেশ কয়েকটি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যদিও তিনি ও তার দল সব অভিযোগ অস্বীকার করেছেন।

 

 

পূর্বকোণ/এমটি/পারভেজ

শেয়ার করুন