হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী। মর্ত্যরে ভক্তকুল শ্বেতশুভ্র কল্যাণময়ী দেবী সরস্বতীর আবাহন করবে। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানাবেন তারা।
ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠবে দেশের বিভিন্ন পূজামণ্ডপ। ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাংদেহী নমোহস্তোতে’-এ মন্ত্র উচ্চারণ করে দেবী সরস্বতীর আরাধনা করবেন ভক্তরা। এদিকে, সরস্বতী পূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শাস্ত্রমতে, প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবীর বন্দনা করা হয়। গতকাল রবিবার সকাল ৯টা ৪৪ মিনিটে শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হয়েছে। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২৭ মিনিটে এ তিথি শেষ হবে।
ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী দেবীর আরাধনা করেন। সরস্বতী দেবী শ্বেতশুভ্র বসনা। দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। এজন্য তাকে বীণাপানিও বলা হয়। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতি বছর আবির্ভূত হন ভক্তদের মাঝে।
পূজা উপলক্ষে এর মধ্যে সারাদেশের মতো চট্টগ্রামের মণ্ডপগুলো সেজে উঠেছে। বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং ঘরে ঘরে অনুষ্ঠিত হবে সরস্বতী পূজা। পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালায় আছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা প্রভৃতি।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে জে এম সেন হল প্রাঙ্গণে সরস্বতী পূজার অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে সকাল ৭টায় পূজা, ৯টায় পুষ্পাঞ্জলি, ১১টায় পিঠা উৎসব ও শীতবস্ত্র বিতরণ ও সন্ধ্যা ৫টায় মাঙ্গলিক আরতি। পিঠা উৎসব ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) শাকিলা সুলতানা।
এছাড়াও জে এম সেন হল প্রাঙ্গণে ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে আরও ১১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানসমূহে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য মহানগর পূজা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পন কান্তি ব্যানার্জী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট নিখিল চন্দ্র নাথ অনুরোধ জানিয়েছেন।
পূর্বকোণ/ইব