চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনা নিয়ে রোনালদোর বার্তা

মানুষের জীবন রক্ষা করা যে কোনো স্বার্থের ঊর্ধ্বে

স্পোর্টস ডেস্ক

১৫ মার্চ, ২০২০ | ৪:৩০ পূর্বাহ্ণ

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে তৈরি হয়েছে অচলাবস্থা। ক্রীড়াঙ্গনকেও নাড়িয়ে দিয়েছে কোভিড-১৯ ভাইরাসটি। জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোও আছেন কোয়ারেন্টাইনে। জন্মস্থান মাদেইরাতে স্বেচ্ছায় নিজেকে আলাদা করে রেখেছেন তিনি। করোনাভাইরাসের ভয়াবহতা নিয়ে শঙ্কিত সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মেনে চলতে আহ্বান করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো লিখেছেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস নিয়ে কতটা উদ্বিগ্ন তিনি, ‘পৃথিবী এখন অত্যন্ত কঠিন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের সবার উচিত এর প্রতি মনোযোগ ও গুরুত্ব দেওয়া। আমি আপনাদের সঙ্গে একজন ফুটবল খেলোয়াড় হিসেবে কথা বলছি না, বরং একজন সন্তান, একজন বাবা, একজন মানুষ হিসেবে কথা বলছি যে গোটা বিশ্বের আক্রান্ত হওয়ার এই ঘটনা নিয়ে শঙ্কিত।’ কঠিন পরস্থিতিতে ভাইরাসের সংক্রমণ এড়াতে সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মেনে চলতে অনুরোধ করেছেন রোনালদো, ‘আমরা কীভাবে বর্তমান পরিস্থিতি মোকাবিলা করব তা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এবং অন্যান্য দায়িত্বশীল কর্তৃপক্ষের পরামর্শ অনুসরণ করা গুরুত্বপূর্ণ।’ করোনাভাইরাসে স্বজন হারানো ও আক্রান্তদের প্রতি সমবেদনা ও সংহতি প্রকাশ করেছেন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড, ‘মানুষের জীবন রক্ষা করা যে কোনো স্বার্থের ঊর্ধ্বে। যারা নিজেদের খুব কাছের মানুষকে হারিয়েছে, তাদের প্রত্যেকের প্রতি আমার সমবেদনা রইল। আমার সতীর্থ দানিয়েল রুগানির মতো যারা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছেন, আমি তাদের সঙ্গে সংহতি জানাচ্ছি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট