চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

টাইগারদের তৃতীয় দফায় পাকিস্তান সফর

পিসিবির সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি

স্পোর্টস ডেস্ক

১৫ মার্চ, ২০২০ | ৪:৩০ পূর্বাহ্ণ

চীনের উহান প্রদেশে করোনাভাইরাস শুরু হলেও সময়ের বিবর্তনে তা ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বব্যাপী। যার প্রভাব পড়েছে ক্রীড়া ক্ষেত্রেও । একের পর এক স্থগিত হয়ে যাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট ও ম্যাচ। এই অবস্থায় বাতিল হওয়ার সন্নিকটে বাংলাদেশের আসন্ন পাকিস্তান সফর। এখন শুধু পিসিবির সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে তিন দফা পাকিস্তান সফর করার কথা রয়েছে বাংলাদেশ দলের। যার মাঝে দুই দফা এরই মধ্যে শেষ হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী তৃতীয় ও শেষ দফায় চলতি মাসের ২৯ তারিখ দেশ ছাড়ার কথা রয়েছে টাইগারদের। তবে করোনাভাইরাসের কারণে বাতিল হওয়ার শঙ্কায় এই সফর। পাকিস্তানের বিপক্ষে শেষ দফার সফর নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজামউদ্দিন চৌধুরী। তিনি বলেন, দেখুন এই সিরিজের আয়োজক পাকিস্তান। সিদ্ধান্তটা তারাই নেবে। তারা কী সিদ্ধান্ত নেয় সেটার অপেক্ষায় আছি আমরা।’ করোনাভাইরাসের কারণে টুর্নামেন্ট (পিএসএল) শেষ না করেই ফিরে গেছেন অনেক বিদেশি ক্রিকেটার। বিষয়টি চোখ এড়ায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি। এ নিয়ে তিনি বলেন, ‘ওদের ঘরোয়া টুর্নামেন্ট পিএসএল থেকে ৯ থেকে ১০ জন বিদেশি ক্রিকেটার চলে গেছেন। এ অবস্থায় সার্বিক পরিস্থিতিতে চোখ আছে আমাদের। পাকিস্তানের সিদ্ধান্ত জানার অপেক্ষায় আছি আমরা। তবে আমরা সফরকারী দল- যে কোনো সময়ই সিদ্ধান্ত নিতে পারি। ভ্রমণের ব্যাপারে এখন প্রতিদিনই নতুন কিছু নির্দেশনা তৈরি হচ্ছে, কোথাও গেলে কি করণীয় সেটাও নতুন করে বলা হচ্ছে আমাদের।’ তিনি আরও বলেন, ‘আমরা এটা নিয়ে উদ্বিগ্ন আর খুব কাছে থেকে এটা আমরা পর্যবেক্ষণ করছি। আমরা প্রত্যাশা করছি, পাকিস্তান ক্রিকেট বোর্ড খুব শিগগিরই তাদের সিদ্ধান্ত জানাবে।’
এ বিষয়ে গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান মহামারি করোনাভাইরাসের কারণে পাকিস্তানে বাংলাদেশ দলের তৃতীয় দফা সফর প্রায় অনিশ্চিত। ইতিমধ্যে এই ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে বিসিবির আলোচনা হয়েছে। দুই-একদিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। মুজিববর্ষ উপলক্ষে চলতি মাসে হওয়ার কথা ছিল বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের মাঝে দুইটি টি-টোয়েন্টি প্রীতি ম্যাচ। তবে করোনাভাইরাসের আতঙ্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আয়োজন স্থগিত করা হয়েছে। এছাড়া বিখ্যাত সঙ্গীত শিল্পী এ আর রহমানের কনসার্ট স্থগিত করেছে বিসিবি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট