চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নিষ্পাপ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

১০ ফেব্রুয়ারি, ২০২০ | ৭:০১ পূর্বাহ্ণ

পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহম্মদ জহিরুল ইসলাম রিংকু বলেছেন, যথাযথ প্রশিক্ষণ পেলে অটিজম শিশুদের স্বাভাবিক জীবনে প্রেরণ সম্ভব, যার প্রমান এই নিস্পাপ স্কুল হতে ১৭ জন ছাত্র/ছাত্রী স্বাভাবিক স্কুলে গমন। গত শনিবার নিস্পাপ অটিজম ফাউন্ডেশন পরিচালিত নিস্পাপ অটিজম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে একথা বলেন। নিস্পাপ সভাপতি সাংবাদিক এম নাছিরুল হকের সভাপতিত্বে সম্পাদক প্রকৌশলী ঝুলন কুমার দাশের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী সভাপতি অধ্যাপক ডা. বাসনা মুহুরী, বিশেষ অতিথি ছিলেন লায়ন অশেষ কুমার উকিল, বক্তব্য রাখেন অধ্যক্ষ মিস্সে সোমা চক্রবর্তী প্রমুখ। প্রতিযোগিতায় যেমন খুশি তেমন সাজো সহ ২২টি ইভেন্টে বিশেষ শিশুসহ ১৫০ জন প্রতিযোগী অংশগ্রহন করে।
বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ শিশু ও শুভনীল দাশ রিভু, মীর সাদাত আলী গান পরিবেশন করে। প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ পুরস্কার বিতরন করেন। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট