চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জাফরুল্লাহ চৌধুরীর পর এবার স্ত্রী-ছেলে করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

৩১ মে, ২০২০ | ৮:২৪ অপরাহ্ণ

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরীর পর এবার করোনা আক্রান্ত হলেন তার স্ত্রী ও ছেলে। তাঁর স্ত্রীকে একই হাসপাতালে ভর্তি করা হলেও ছেলে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।

এর আগে গত ২৯ মে করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরীর গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি হন। তবে তার কাশি ও শ্বাসকষ্ট আছে তিনি এখনো চিকিৎসাধীন রয়েছেন। ৭৯ বছর বয়স্ক এই চিকিৎসক মুক্তিযোদ্ধা অনেকদিন থেকে কিডনির অসুখে ভুগছেন। তাঁকে নিয়মিত ডায়ালাইসিস করাতে হয়।

জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম এক বিজ্ঞপ্তিতে জানান, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরীন হোক ও ছেলে বারিশ চৌধুরীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শিরীন হকের জ্বর থাকায় তিনি আজ সন্ধ্যায় গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে ছেলে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। আর ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট