চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

২০৩০ সাল নাগাদ দেশের সব মাধ্যমিক বিদ্যালয় হবে ডিজিটাল একাডেমি : প্রধানমন্ত্রী

এখনই শিক্ষা প্রতিষ্ঠান উম্মুক্ত করব না : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

৩১ মে, ২০২০ | ২:৪৩ অপরাহ্ণ

মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে এখনই শিক্ষাপ্রতিষ্ঠান উন্মুক্ত করা হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে আমরা ধাপে ধাপে এগোতে চাচ্ছি। শিক্ষাপ্রতিষ্ঠান এখনই উন্মুক্ত করব না। এই অবস্থার উন্নতি হলে পর্যায়ক্রমে উন্মুক্ত করব।

আজ রোববার (৩১ মে) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফলাফল ঘোষণা শেষে প্রধানমন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চাচ্ছি না কারণ এরা আমাদের ভবিষ্যৎ। জাতির ভবিষ্যতকে তো ঝুঁকিতে ফেলতে পারি না। সে কারণে শিক্ষা প্রতিষ্ঠান এখনই উন্মুক্ত করব না। এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে পারলে পর্যাক্রমে উন্মুক্ত করব, যোগ করেন প্রধানমন্ত্রী।

ছাত্রছাত্রীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, সবাই মনযোগ দিয়ে লেখাপড়া করবে। আমার বিশ্বাস এই করোনা ভাইরাসের আঘাত থেকে বিশ্ব মুক্তি পাবে, বাংলাদেশ মুক্তি পাবে। যে কোনো সংকটে আত্মবিশ্বাস রাখতে হবে। নিজের আত্মবিশ্বাসটাই বড়। মনে রাখতে হবে আমরা বিজয়ের জাতি। যে কোনো ঝড়ঝাপটা আসুক আত্মবিশ্বাসের সাথে মোকাবিলা করব। এই অবস্থার উত্তরণ ঘটাব।

 

 

পূর্বকোণ/এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট