চট্টগ্রাম বুধবার, ০৮ মে, ২০২৪

সর্বশেষ:

দেশে আরও ২ জন করোনায় আক্রান্ত: আইইডিসিআর

অনলাইন ডেস্ক

৩১ মার্চ, ২০২০ | ৩:৫৮ অপরাহ্ণ

প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় দেশে আরও দুইজন আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে সংবাদ সম্মেলনে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫১ জনে। 

সেব্রিনা জানান, গত ২৪ ঘণ্টায় ১৪০ জনের করোনা টেস্ট করা হয়। এর মধ্যে দুইজনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের একজন সৌদিফেরত। তার বয়স ৫৭ বছর। তিনি ডায়াবেটিসে ভুগছেন। অন্যজনের বয়স ৫৫। তিনি দেশেই ছিলেন। তারও ডায়াবেটিস আছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৩ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

করোনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ৩৭ হাজার ৬৮৬ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছে তিন হাজার ৭১৬ জন। আর এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮৪ হাজার ৪৪০ জন। এর মধ্যে এক লাখ ৬৫ হাজার ৩৮৭ জন সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬১ হাজার ৫০ জন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট