চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে যেতে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

১৮ মার্চ, ২০২০ | ১০:১১ অপরাহ্ণ

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় সিলেটের আন্তর্জাতিক বাণিজ্যমেলা বন্ধ করে দেয়ার পর পর্যটকদের সচেতন করছে সিলেট জেলা প্রশাসন। সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের আগমনে নিরুৎসাহিত করলেও কোনো ধরনের নোটিশ জারি করেনি সিলেট জেলা প্রশাসন। তবে এজন্য স্থানীয় প্রশাসনকে মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

সিলেটের জেলা প্রশাসক এম কাজি এমদাদুল ইসলাম জানান, বিনা কারণে যাতে কেউ পর্যটনকেন্দ্রে না যান তার জন্য আমরা পর্যটকদের নিরুৎসাহিত করছি। তবে  পর্যটনকেন্দ্রগুলোতে যাতায়াত নিষিদ্ধ করা হয়নি ।

তিনি বলেন, মানুষ বিনা কারণেই পর্যটনে যান। যখন সময় পান তখন সপরিবারে ঘুরতে আসেন। মূলত; মানুষদের করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় আমরা  সচেতন করেছি।

জেলা প্রশাসক আরো বলেন, করোনা ভাইরাস থেকে সুরক্ষায় বিভাগীয়, জেলা, উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। জেলা কমিটি নিয়ে মঙ্গলবারও (১৭ মার্চ) তিনি সভা করেছেন। করণীয় বিভিন্ন বিষয় নির্ধারণ করেছেন।

 

 

পূর্বকোণ-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট