চট্টগ্রাম বুধবার, ০৮ মে, ২০২৪

সর্বশেষ:

চীনের চেয়ে দ্বিগুণ করোনায় আক্রান্ত ভারতে,একদিনে ৭ হাজার ৪৬৬

আন্তর্জাতিক ডেস্ক

২৯ মে, ২০২০ | ৪:৫৯ অপরাহ্ণ

চীনের উহান থেকে শুরু হওয়া নভেল করোনাভাইরাসে পুরো বিশ্ব এখন বিপর্যস্ত। বিশ্বের বিভিন্ন দেশে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সাথেসাথে বাড়ছে মৃতের সংখ্যাও। ভারতে শেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭ হাজার ৪৬৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আর দেশটিতে ৪ হাজার ৭১১ জনের মৃত্যু হয়েছে। যা ভারতকে বিশ্বের নবমতম ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে শনাক্ত করেছে। এমনকি ভাইরাসটির ‘উৎপত্তিস্থল’ চীনকেও ছাড়িয়ে গেছে।

আজ শুক্রবার (২৯ মে) জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, ভারতে মোট আক্রান্তের  সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ৭৯৯ জন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৭ হাজার ৪৬৬ জন। যা আক্রান্তের সংখ্যায় চীনের প্রায় দ্বিগুণ।

তবে আক্রান্ত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে সুস্থ হওয়ার সংখ্যাও। এখন পর্যন্ত দেশটিতে করোনামুক্ত বা সুস্থ হয়েছেন ৭১ হাজার ১০৬ জন।

পূর্বকোণ/ এএ 

শেয়ার করুন